অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন পেসার জেমস প্যাটিনসন এবং নতুন করে ডাক পেয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
হাঁটুর ইনজুরির কারণে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের শীর্ষ উইকেট সংগ্রাহক স্টার্ক চলতি অ্যাশেজের প্রথম ম্যাচের দলে ছিলেন না। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলে ফিরলেন বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। মূলত তাকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন জেমস প্যাটিনসন।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে বুধবার (১৪ আগস্ট) স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এ টেস্ট ম্যাচ।
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনের টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের লড়াকু ১৪৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।
জবাবে ররি বার্নসের ১৩৩ রানের কল্যাণে প্রথম ইনিংসে লিড নিয়ে ৩৭৪ রান তুলে স্বাগতিক ইংল্যান্ড। ৯০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও স্মিথের ব্যাটে ভর করে দুর্দান্ত লড়াই শুরু করে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে স্মিথকে সঙ্গ দেন ম্যাথু ওয়েডে। দু’জনই সেঞ্চুরির স্বাদ নেন। স্মিথ ১৪২ ও ওয়েডে ১১০ রান করেন। ফলে ৭ উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর ৬ ও প্যাট কামিন্সের ৪ উইকেট শিকারে লজ্জার হার বরণ করে ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন স্মিথ।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া দল
টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, পিটার সিডল, নাথান লিঁও, জস হ্যাজেলউড।