চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপেক্ষে লর্ডসে ১৪ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন অলরাউন্ডার মঈন আলী। তার জায়গায় পুনরায় ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। এছাড়া দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে জোফরা আর্চারের।
অ্যাশেজের দ্বিতীয় ম্যাচের জন্য শুক্রবার (৯ আগস্ট) ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এজবাস্টনে অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে পরাজিত হওয়া প্রথম টেস্টে অফ স্পিনার মঈন ১৭২ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে করেছেন মাত্র চার রান। এমন পারফর্মেন্সের জন্যই তাকে দলের বাইরে যেতে হলো।
অন্যদিকে দুই পেসার জমেস এন্ডারসন এবং ওলি স্টোন ইনজুরিতে থাকায় দলে ফিরছেন আর্চার। মাত্র পাঁচ টেস্ট খেলা লিচ গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানে জয় পাওয়া ইংল্যান্ডের হয়ে নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন।
প্রথম ম্যাচের দলেও ছিলেন আর্চার। তবে সাইড স্ট্রেন থেকে পুরোপুরি সুস্থ হতে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়। চলতি সপ্তাহেই সাসেক্স দ্বিতীয় একাদশে বল হাতে ২৭ রানে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি বল হাতে ৯৯ বলে সেঞ্চুরি করে নিজের প্রমাণ দিয়েছেন আর্চার।
এজবাস্টনে প্রথম টেস্টে চার ওভার বোলিং করার পরই ডান পায়ের পেশিতে পুনরায় চোট পান এনব্ডারসন। আর পিঠে ইনজুরির কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন স্টোন।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ২০০১ সালের পর নিজ মাঠে অস্ট্রেলিয়ার কাছে কখনো অ্যাশেজ সিরিজ হারেনি ইংলিশরা।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।