৯০ রানের লিডে থামলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ০৩ আগস্ট ২০১৯
৯০ রানের লিডে থামলো ইংল্যান্ড

ছবি : গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের লিড পেল স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে ৩৭৪ রানে অলআউট হয়েছে ইংলিশরা।

প্রথম দিন শেষে ১২৫ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের ওপেনার ররি জোসেফ বার্নস। দ্বিতীয় দিন ১৩৩ রানে আউট হন তিনি। ৩১২ বলে ১৭টি চারে নিজের ইনিংসটি সাজান বার্নস। এছাড়া জো রুট ৫৭ ও বেন স্টোকস ৫০ রান করেন।

ব্যাট হাতে জো বার্নস চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন। টেস্ট মেজাজের ব্যাটিং করে ৩১২ বলে ১৩৩ রানের ইনিংসে ইংলিশ ওপেনার বাউন্ডারি হাঁকিয়েছেন ১৭টি। তার সঙ্গে হাফ-সেঞ্চুরি পেয়েছেন জো রুট আর বেন স্টোকসও। রুট ৫৭ আর স্টোকস ৫০ রান করেন।

১৩৫.৫ ওভারে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৪ রানে। তবে ইংলিশদের ইনিংসটা আরও আগেই থামতে পারতো। ৩০০ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। সেখান থেকে দলকে অনেকটা দূর টেনে নেন লোয়ার অর্ডারের ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রড। ব্রড ২৯ রানে আউট হন। ওকস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৭ রানে।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-নাথান লিঁও ৩টি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপদ বাড়ল ইংল্যান্ডের

বিপদ বাড়ল ইংল্যান্ডের

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড

অ্যাশেজ থেকে আর্চার-স্টোন-কারানকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ড