বিপদ বাড়ল ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০১৯
বিপদ বাড়ল ইংল্যান্ডের

ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উডের জন্য মৌসুমটা এমন যাবে ভেবেছিল কেউ? ইনজুরিতে পড়ে শেষ হয়ে গেল চলতি মৌসুম। সাইড স্ট্রেন এবং হাঁটুতে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

উড ইনজুরিতে পড়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। সে কারণে চলতি সপ্তাহে তার অস্ত্রোপচারও করা হয়।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ‘এ সব ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়ে কোনো প্রকার ক্রিকেটে তাকে আর পাওয়া যাবে না।’

উডের বিশ্বকাপ মিশন সফল ছিল। ১০ ম্যাচে তিনি শিকার করেছিলেন ১৮ উইকেট। ই্যংল্যান্ডের বোলারদের মধ্যে এ বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন কেবল জোফরা আর্চার। তিনি পেয়েছিলেন ২০ উইকেট।

চলতি অ্যাশেজ এমনিতেই বোলিং বিভাগ নিয়ে বেশ ঝামেলায় রয়েছে ইংল্যান্ড। ইনজুরির কারণে প্রথম টেস্টে দলে নেই আর্চার। তার ওপর ম্যাচের প্রথম দিনে পুরোনো কাফ ইনজুরিতে জেগে উঠেছে দলের তারকা বোলার জেমস এন্ডারসনের। উডের ইনজুরির জন্য ইংল্যান্ডের বিপদটা আরও বেড়ে গেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ