খেলা হচ্ছে বার্মিংহ্যামের এজবাস্টন। সেখানকার দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার; যার পুরোটাই কানায় কানায় পূর্ণ। শুনতে অবাক লাগবে যে, বিশ্বকাপেও এজবাস্টনে এত দর্শকের দেখা মেলেনি। ইংল্যান্ডে বিশ্বকাপ নয়, অ্যাশেজই যে বেশি গুরুত্বপূর্ণ- এ যেন তারই প্রমাণ।
ইংলিশরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরপরই অ্যাশেজ সিরিজ। যে কারণে স্বাগতিক ক্রিকেট ভক্ত-সমর্থকদের কাছে এর আকর্ষণও বেড়েছে প্রচুর। গ্যালারিতে উপস্থিতি কানায় কানায় পূর্ণ হওয়ার এটাও একটা কারণ।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া ইনিংস শুরু করে ওয়ার্নার আর বেনক্রফটকে দিয়ে। তবে শুরুতেই তাদের হারিয়েছে অস্ট্রেলিয়া। এরপর দ্রুত সাজঘরে ফিরেছেন উসমান খাজাও।
ইংল্যান্ডের এই দাপটের শুরু পেসার জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের তোপ দিয়ে। ইনিংসের চতুর্থ ওভারেই ১৪ বলে ২ রান করা ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দিয়ে অসিদের ওপর আঘাত হানেন ব্রড। অষ্টম ওভারে ক্যামেরন বেনক্রফটকে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় আঘাত হানেন ব্রড। ২৫ বলে ৮ রান করা ব্রেনক্রফটকে রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।
১৭ রানে ২ উইকেট পড়ার পর জুটি বাধার চেষ্টা করেন স্টিভেন স্মিথ আর উসমান খাজা। কিন্তু এই জুটিও বেশিক্ষণ টিকতে পারলো না। অস্ট্রেলিয়ার ৩৫ রানের মাথায় উসমান খাজাকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা ওকস ১৫তম ওভারে আঘাত হানেন খাজার ওপর।
এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৭। ২৫ রানে রয়েছেন স্টিভেন স্মিথ এবং ২৯ রানে ট্রাভিস হেড।