আয়ারল্যান্ডের কাছে টেস্ট হারের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস।
অ্যাশেজ সিরিজে নামার আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৮৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে সফরকারী আইরিশদের মাত্র ৩৮ রানে অল আউট করে দিয়ে ১৪৩ রানে জয়লাভ করে বেইলিসের শিষ্যরা।
ইংলিশদের দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে সর্বাধিক ৯২ রান সংগ্রহ করেন জ্যাক লিচ। যদিও অ্যাশেজের ১৪ জনের স্কোয়াডে স্থান হয়নি লিচের। তারপরও বাঁহাতি স্পিনারের প্রচেষ্টার প্রশংসা করেছেন বেইলিস।
বিবিসি রেডিওকে ইংলিশ কোচ বলেন, ‘ম্যাচের পর আমাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আপনি যখন জয়লাভ করবেন, তখন এ ধরেনর বাক্য বিনিময় করতে পারাটা ভালো। আমি মনে করি লিচ দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্য ব্যাটসম্যানদের উচিত তার এ দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া। সে তার করণীয় সম্পর্কে মনোযোগী ছিল। সে তার মনের ভাব কাজে প্রমাণ করেছে।’
বেলিস বলেন, ‘আমরা অনেকবার বলেছি, যে কোন পরিস্থিতিতে একটি পরিকল্পনা থাকতে হবে। আপনাকে পরিস্কারভাবে নিজ পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে। এভাবে নিজের পথটিকে হেলাফেলায় নষ্ট করবেন না।’
সোমবার থেকে এজবাস্টনে অ্যাশেজের প্রস্তুতি শুরু করবে ইংল্যান্ড। সেখানেই পরখ করে দেখা হবে পেসার জোফরা আর্চারের ফিটনেস। জয় পাওয়া বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণের সময় সাইট স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন তিনি।
এ বিষয়ে বেইলিস বলেন, ‘তাকে নিয়ে আমরা কোন ঝুঁকিতে যেতে চাই না। সাসেক্সের হয়ে অবশ্য টি-২০ ম্যাচে বেশ ভালোভাবেই খেলেছে সে। তবে টেস্ট ম্যাচ হচ্ছে ৫ দিনের, দীর্ঘ স্পেলের। যে কারণে সেটি কিছুটা আলাদা। সুতরাং আমাদের দেখতে হবে সে এখন কোন পর্যায়ে রয়েছে। মেডিকেল দলের সদস্যদের পরামর্শও নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারসাম্যপূর্ণ হয়েই এগুতে হবে। তাকে যদি মূল বোলার হিসেবে চাওয়া হয়, তাহলে সেটি হয়ে যাবে কিছুটা আগাম। সে ইনজুরিতে পড়েছে এবং এরপর স্কোয়াডেও ছিল না। আমাদের অবশ্য একদল ভালো বোলার রয়েছে। মনে হয় আগামী ৫ টেস্টে তারা দলের হয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারবে।’