আয়ারল্যান্ডের কাছে ৮৫ রানেই অলআউট ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৪ জুলাই ২০১৯
আয়ারল্যান্ডের কাছে ৮৫ রানেই অলআউট ইংল্যান্ড

ছবি : গেটি ইমেজ

টিম মুরতাগের পাঁচ উইকেট শিকারে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লর্ডসে প্রথম দিন সকালে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড।

বুধবার (২৪ জুলাই) ক্রিকেটর তীর্থ ভূমি লর্ডসে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। কাউন্টি দল মিডলসেক্সের হয়ে খেলা মুরতাগের ৯ ওভারে মাত্র ১৩ রানে পাঁচ উইকেট শিকারে ঐতিহাসিক এ মাঠে নিজেদের প্রথম ম্যাচে দারুন শুরু করে আয়ারল্যান্ড।

গত বছর টেস্ট মর্যাদা পাওয়া আইরিশরা এ ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে। ৩৭ বছর বয়সী আয়ারল্যান্ডেনর প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকারের নজির গড়েন।

গত ১৪ জুলাই এ মাঠেই প্রথমবারের মত ৫০ ওভার ফরম্যাটের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড শেষ পর্যন্ত মাত্র ২৩.৪ ওভারেই অলআউট হয়ে যায়।
sportsmail24
১৯৩৮ সালে প্রথমবার এক সেশনে অলআউট হয়েছিল ইংলিশরা। তবে গত তিন বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার এক শেসনেই ১০ উইকেট হারনোর রেকর্ড গড়লো স্বাগতিকরা। যা কিনা আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের জন্য একটা বড় দুঃশ্চিন্তা।

১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে ৭৭ এবং গত জানুয়ারিতে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৭ অলআউট হওয়ার পর নিজ মাঠে কোন টেস্টে এক ইনিংসে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোরও বটে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তানের শোচনীয় পরাজয়

আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তানের শোচনীয় পরাজয়

একদিন আগেই টেস্টের একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড

একদিন আগেই টেস্টের একাদশ ঘোষণা করলো ইংল্যান্ড

টেস্টেও অসাধারণ হতে চান জেসন রয়

টেস্টেও অসাধারণ হতে চান জেসন রয়

ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা

ভুল স্বীকার করলেও অনুতপ্ত নন ধর্মসেনা