বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যে টেস্টে ডাক পেলেন রয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ১৮ জুলাই ২০১৯
বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যে টেস্টে ডাক পেলেন রয়

ছবি : গেটি ইমেজ

মাত্র শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর স্বীকৃতিটা সঙ্গে সঙ্গেই পেলেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ঐতিহাসিক বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মত ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছন রয়। তবে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পেস বোলার মার্ক উডকে।

দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন ম্যাচ মিস করেন রয়। তবে এ সময় পরাজয়ের গন্ডিতে চলে যায় ইংল্যান্ড দল। কিন্তু সুস্থ হয়ে ফিরেই দলকে জয়ের ধারায় ফিরিয়ে শেষ পর্যন্ত প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী রয় বিশ্বকাপে ৪৪৩ রান করেছেন। তবে আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের আগে নির্বাচকরা তাকে লাল বলে পরীক্ষা করতে চান।

২৪ জুলাই লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রয়। তবে ইনজুরি কারণে উড এবং জোফরা আর্চারকে আয়ারল্যান্ড টেস্টের দলে রাখা হয়নি।

জো রুটের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বর্তমানে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে চলমান প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করা লুইস গ্রেগরি। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ওনি স্টোনও। তবে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

আয়ারল্যান্ড টেস্টের জন্য ইংল্যান্ড দল
জো রুট (অধিনায়ক), জিমি এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

দুই ম্যাচে রয়কে পাচ্ছে না ইংল্যান্ড

দুই ম্যাচে রয়কে পাচ্ছে না ইংল্যান্ড

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

অশ্রাব্য ভাষা ব্যবহারে ধরা খেলেন রয়-আর্চার

অশ্রাব্য ভাষা ব্যবহারে ধরা খেলেন রয়-আর্চার