মুমিনুলের অপরাজিত ১৫৭ রানে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ১১ জুলাই ২০১৯
মুমিনুলের অপরাজিত ১৫৭ রানে শক্ত অবস্থানে বিসিবি একাদশ

ফাইল ছবি

ভারতের কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ডা. (ক্যাপ্টেন) কে থিমাপিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ।

অধিনায়ক মুমিনুল হকের অপরাজিত ১৫৭ রানের সুবাদে বুধবার (১০ জুলাই) বিসিবি একাদশের সংগ্রহ ২ উইকেটে ৩০২ রান। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার জহুরুল ইসলাম।

৯০ রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার সাইফ হাসান ১৮ রান করে আউট হন। তবে জহুরুল ও মুমিনুল দ্বিতীয় উইকেট ১৭৭ রান তুলে দলকে শক্ত স্থানে নিয়ে যান।

আউট হওয়ার আগে ১০২ বল মোকাবেলায় ১২টি বাউন্ডারি হাকান জহুরুল। ২২০ বল মোকাবেলায় ২০টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে ১৫৭ বলে অপরাজিত রয়েছেন মুমনিুল।

জহুরুল আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে অপরাজিত ৮০ রানের জুটি গড়েন মুমনিুল।
দিনের খেলা শেষ হওয়ার আগে মুমিনুলের সঙ্গে ২৪ রানে অপরাজিত রয়েছেন শান্ত।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে খেলছেন সংসদ সদস্যরা

বিশ্বকাপে খেলছেন সংসদ সদস্যরা

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি

স্টিভ রোডসকে বিদায় জানালো বিসিবি

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি

বিরল এক রেকর্ড গড়লেন ধোনি