শ্রীলঙ্কার সাবেক দুই টেস্ট খেলোয়াড় নুয়ান জয়সা এবং আবিস্কা গুনাবর্দেনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছে এবং জবাব দেয়ার জন্য তাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আইসিসি জানায়, গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-১০ লিগ সম্পর্কিত ঘটনায় এ দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জয়সার বিরুদ্ধে ‘একটা পক্ষ হওয়া সত্ত্বেও ফলাফলে অযাচিত হস্তক্ষেপ, অগ্রগতি এবং ম্যাচের অন্যান্য বিষয়সহ’ চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে।
একটি ম্যাচ পাতানোর উপযাজক ও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে জানাতে ব্যর্থ হওয়াসহ গুনাবর্দেনের বিপক্ষে দুটি অভিযোগ এনেছে আইসিসি।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ এই ম্যাচ ফিক্ষিং কেলেঙ্কারি নতুন বিতর্ক সৃষ্টি করলো।
দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তে সহযোগিতার ব্যর্থতায় মাত্র তিন মাস আগে লঙ্কান দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক সনাত জয়সুরিয়াকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।
দুর্নীতির অভিযোগে গত মাসে লঙ্কান দলের সাবেক ফাস্ট বোলার দিলহারা লোকুহেটিগেকে নিষিদ্ধ করা হয়।
On behalf of the Emirates Cricket Board (ECB), the ICC has charged Nuwan Zoysa and Avishka Gunawardene under the Emirates Cricket Board Anti-Corruption Code.
— ICC (@ICC) May 10, 2019
DETAILS https://t.co/IcBAJF3jC0 pic.twitter.com/jiKh214mOB