প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ২৫৮ রানের ইনিংস খেললেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৫৮ রানের নান্দনিক ইনিংস খেলেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল। ফলে প্রথম ইনিংসে ৫৪৬ রান করতে পারে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১২৮ রান করেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
প্রথম দিনই ব্যাট হাতে অপরাজিত ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মমিনুল হক। তার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ৮৩ ওভারে ৫ উইকেটে ৩৪০ রান করেছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
প্রথম দিন শেষে ডাবল-সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন মমিুনল। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন পূরণের পর প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা স্কোরকেও ছাড়িয়ে যান মমিনুল। শেষ পর্যন্ত ২৩টি চার ও ৩টি ছক্কায় ৩৪৪ বলে ২৫৮ রানে থামেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে মমিনুলের আগের সেরা স্কোর ছিল ২৩৯ রান।
মমিনুলের নান্দনিক ইনিংসের পাশাপাশি ১১৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন জাকির হোসেন। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক ১৭৮ রানে ৬ উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ৪১৮ রানে পিছিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। মোসাদ্দেক হোসেন ৪২ ও তুষার ইমরান ২২ রানে অপরাজিত আছেন।