টেস্ট ইতিহাসে আফগানিস্তানের প্রথম জয়ের স্বাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৮ মার্চ ২০১৯
টেস্ট ইতিহাসে আফগানিস্তানের প্রথম জয়ের স্বাদ

ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ডের বিপক্ষে রহমত শাহ ও ইহসানউল্লাহর ফিফটিতে চতুর্থ দিনে প্রথম টেস্ট জয় করলো আফগানিস্তান। দেরাদুনে টেস্টে ক্রিকেটের নবীন দুই দেশের লড়াইয়ে ৭ উইকেটে জিতেছে আফগানরা।

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে নিজেদের প্রথম টেস্ট খেলা আয়ারল্যান্ড হারাল টানা দ্বিতীয় ম্যাচে। অন্য দিকে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে উড়ে যাওয়া আফগানিস্তান ব্যাটে-বলে দাপট দেখিয়ে তুলে নিল নিজেদের প্রথম জয়।

সোমবার দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ২৯ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানের প্রয়োজন ছিল আরও ১১৮ রান। রহমতের সঙ্গে শতরানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইহসানউল্লাহ। নিজেদের জোনে বল পেলে তুলে নিয়েছেন বাউন্ডারি। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা। দুই ব্যাটসম্যান চেপে ধরতে দেননি আইরিশ বোলারদের।

বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার চেষ্টায় জেমস ক্যামেরন-ডাউয়ের বলে রহমত স্টাম্পড হয়ে গেলে ভাঙে ১৩৯ রানের জুটি। প্রথম ইনিংসে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান এবার ১২২ বলে ১৩ চারে করেন ৭৬ রান।

রান আউট হয়ে ফিরে যান অলরাউন্ডার মোহাম্মদ নবি। মুখোমুখি হওয়া প্রথম বলে চার হাঁকিয়ে আফগানিস্তানকে ইতিহাস গড়া জয় এনে দেন হাশমতউল্লাহ শাহিদি। দলের জয়কে সঙ্গে নিয়ে ফেরা ইহসানউল্লাহ করেন ৬৫ রান।

টেস্ট অভিষেকে ফিফটি পাওয়া এই ওপেনারের ১২৯ বলের দায়িত্বশীল ইনিংস গড়া আট চার ও দুই ছক্কায়। দুই ইনিংসেই ফিফটি করা রহমত জেতেন ম্যাচ সেরার পুরস্কার।



শেয়ার করুন :


আরও পড়ুন

১৭২ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড, ৮২ রানের পিছিয়ে আফগানিস্তান

১৭২ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড, ৮২ রানের পিছিয়ে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ বাতিল

আফগানিস্তান দলে ডাক পেলে জহির-শিরজাদ

আফগানিস্তান দলে ডাক পেলে জহির-শিরজাদ

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড