ব্যাটসম্যানরা দায়সাড়া গোছের শট খেলেছে : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ১২ মার্চ ২০১৯
ব্যাটসম্যানরা দায়সাড়া গোছের শট খেলেছে : মাহমুদউল্লাহ

ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের কাছে ওয়েলিংটন টেস্ট ইনিংস ও ১২ রানে হারেছে সফরকারী বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হলো কিউইদের। হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দুষলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‌‘আমাদের আরও লম্বা সময় ধরে বুক চিতিয়ে ব্যাট করার দরকার ছিলো। বেশির ভাগ ব্যাটসম্যান দায়সাড়া গোছের শট খেলেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। আমরা দুই ধরনের মানসিকতায় চলছিলাম- শট খেলবো কি খেলবো না।’

তিনি আরো বলেন, ‘আসলে দুই ধরনের মানসিকতা থাকায় এই অবস্থা দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে তামিম ও সাদমান আমাদের ভালো শুরু এনে দিয়েছিলো। এমনকি ওয়াগনার বাউন্সার নিয়ে আক্রমণ করলেও তাকে সামাল দিয়ে খেলেছি। কিন্তু আমরা পরে নিজেরাই সুযোগ দিয়েছি।’

চতুর্থ দিনে নিউজিল্যান্ডের রস টেলরের দুটি ক্যাচ মিস হয়েছে আবু জায়েদের ওভারে। মাহমুদউল্লাহ মনে করেন সেই সুযোগগুলো নিতে পারলে বোলারদের আত্মবিশ্বাস আরও বেড়ে যেত। তাহলে মোমেন্টামও বদলে যেত, ‘আমরা সুযোগ নিতে পারলে মোমেন্টাম ভালো অবস্থায় দাঁড়িয়ে যেত। বোলারদের পক্ষে চলে আসতো। তাহলে আরও কিছু উইকেট পড়তো।’

এই অবস্থায় শেষ টেস্টে ভালো বোলিংয়ের দিকে মনোযোগ মাহমুদউল্লাহর, ‘আবু জায়েদ, মোস্তাফিজ ও তাইজুল ভালো বল করলেও গড় প্রতি ৫ রান করে দিয়েছে। তাই আমাদের শেষ ম্যাচে ভালো বোলিং করার প্রতি মনোযোগ দিতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

তিনদিনের টেস্টেও ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

তিনদিনের টেস্টেও ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ম্যাচে ফেরা কঠিন হলেও অসম্ভব নয় : তামিম

ম্যাচে ফেরা কঠিন হলেও অসম্ভব নয় : তামিম

বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে কেন উইলিয়ামসন

৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১

৪৩২ রানে থামলো নিউজিল্যান্ড, লিড ২২১