দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কাঁধে চোট পেয়েছেন। তবে তিনি ফের মাঠে ফিরতে পারবেন কি না, এটা এখনও পরিষ্কার না।
চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় যন্ত্রণায় ভোগার পর শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হয়েছে কিউই অধিনায়ককে। সেখানে চোটের সবশেষ অবস্থা জানতে স্ক্যান করাতে হয়েছে তার।
তৃতীয় দিন গালিতে ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে পড়ে যান নিউজিল্যান্ড অধিনায়ক। আর সেই চোটই ভোগায় তাকে। চতুর্থ দিনের প্রথম সেশনে বাম কাঁধের চোট নিয়েও ব্যাটিং চালিয়ে যান দারুণ দক্ষতায়। তবে অস্বস্তিতে ভুগছিলেন বলে বেশ কয়েকবার ফিজিও এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপরেও দারুণ প্রতিরোধ দিয়ে উইলিয়ামসন তুলে নেন হাফসেঞ্চুরি।
প্রায় ৩ ঘণ্টা ব্যাটিং করে অবশেষে ৭৪ রান করে সাজঘরে ফিরলে চোটের বিস্তারিত জানতে তাকে নেওয়া হয় হাসপাতালে। শেষ দিকে স্বাগতিকরা ফিল্ডিংয়ে নামলেও মাঠে ছিলেন না অধিনায়ক কেন উইলিয়ামস। তাকে ছাড়াই খেলতে থাকে স্বাগতিকরা। কেনের বদলে দলকে নেতৃত্ব দেন টিম সাউদি, আর মাঠে ফিল্ডিং করেন পিটার বোকোক।
কিউই অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে তৃতীয় উইকেটে রস টেলরের সঙ্গে ১৭২ রানের জুটি পায় নিউজিল্যান্ড। স্বাগতিকরা প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৩২ রানে।