বৈরী আবহাওয়া যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডে। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দুইদিন খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ রোববার (১০ মার্চ) তৃতীয় দিন প্রথম খেলা শুরু হলে আবারও বৃষ্টির বাঁধা। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-নিউজিল্যন্ডের মধ্যকার খেলা।
নিজেদের ইনিংস বড় করতে না পারলেও বল করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই পেসার আবু জায়েদ রাহি আর ইবাদত হোসেনের দুর্দান্ত বলে চাপে পড়ে কিউই ওপেনাররা। বৃষ্টির বাঁধার আগে দুই ওপেনারকেই তুলে নেন রাহি। চা বিরতির পর বৃষ্টি বাধায় বন্ধ হয়েছে খেলা।
নিজেদের ইনিংস বড় করতে না পারলেও বল করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই পেসার আবু জায়েদ রাহি আর ইবাদত হোসেনের দুর্দান্ত বলে চাপে পড়ে কিউই ওপেনাররা। বৃষ্টির বাঁধার আগে দুই ওপেনারকেই তুলে নেন রাহি। চা বিরতির পর বৃষ্টি বাধায় বন্ধ হয়েছে খেলা।
২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান করেছে নিউজিল্যান্ড। ক্রিজে রয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলর।
এর আগে বৃষ্টির কারণে তৃতীয় দিনে এসে প্রথম দিনের খেলায় ব্যাট হাতে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
STUMPS
— ICC (@ICC) March 10, 2019
Rain once again plays spoilsport in Wellington!
New Zealand end Day 3 on 38/2, a deficit of 173, after bowling Bangladesh out for 211.#NZvBAN SCORECARD https://t.co/wNPrqlEakw pic.twitter.com/HkmFFvrrEq