বৈরী আবহাওয়ায় প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় তিনে মাঠে গড়ালো স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনে রোববার টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ২১১ রানেই গুটিয়ে গেছে টাইগাররা।দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছে ওপেনার তামিম ইকবাল।
বৈরী আবহাওয়ায় প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় তিনে মাঠে গড়ালো স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ওয়েলিংটনে রোববার টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ২১১ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছে ওপেনার তামিম ইকবাল।
ব্যাট করতে নেমে টানা তৃতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। এর পরই ছন্দপতন ঘটে বাংলাদেশ দলের। পরের ব্যাটসম্যানরা ধারাবাহিকতা বজায় রাখে ব্যর্থতার।
বিনা উইকেটে ৭৫ রান করা বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ২১১ রানে। পুরো ইনিংসে খেলেছে মাত্র ৬১ ওভার। ২১১ রানের মধ্যে সর্বোচ্চ ৭৪ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। ১১৪ বলে এ রানে সংগ্রহে তার ১০টি চারের মার রয়েছে।
এছাড়া তামিম ইকবালের সাথে ভালোই সঙ্গ দিয়েছে সাদমান ইসলাম। নিউজিল্যান্ডের মাটিতে বিরল এক কীর্তিও গড়েন ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক। ইতিহাসে মাত্র দ্বিতীয় নিউজিল্যান্ডের মাটিতে ‘সফররত’ দলের কোন জুটি টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের উদ্বোধনী জুটি গড়েন তারা।
তামিমের সাথে সঙ্গ দিয়ে সাদমান ৫৩ বল খেলে ২৭ রান সংগ্রহ করেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিটন দাস। ৪৯ বল খেলে ৩৩ রান করেছেন তিনি। এছাড়া মুমিনুল ১৫, সৌম্য ২০ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ১৩ রান ছাড়া আর কেউ ডাবল ফিগারে যেতে পারেননি।
এদিকে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে একাদশে রাখা হয়নি মুশফিকুর রহিমকে।
নিউজিল্যান্ডের পক্ষে ১৩ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে বাংলাদেশের ৪টি উইকেট তুলে নেন ওয়েগনার। তার এ বোলিংয়ে চারটি মেডেন ওভার রয়েছে। এছাড়া ১১ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন বোল্ট।
এর আগে গত দুইদিন বৈরী আবহাওয়ার কারণে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হয়নি। আজ (রোববার) তৃতীয় দিনে এসে আবহাওয়া ভালো হওয়ায় মাঠে গড়ায় ম্যাচ। প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ও রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ২১১
(তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মোস্তাফিজ ০, আবু জায়েদ ৪, ইবাদত ০*; বোল্ট ১১-৩-৩৮-৩, সাউদি ১৫-২-৫২-১, ডি গ্র্যান্ডহোম ৭-০-১৫-১, হেনরি ১৫-০-৬৭-১, ওয়েগনার ১৩-৪-২৮-৪)।