বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম দিন। ফলে দ্বিতীয় দিন আধ ঘণ্টা আগে টস হওয়ার কথা ছিল। বৃষ্টি বাগড়ায় তা সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় দিনে খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ মার্চ) নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে শেষে পর্যন্ত গতকালের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা। আশা করা হচ্ছিল আবহাওয়া ভালো হলে আজ (শনিবার) ম্যাচটি শুরু করা সম্ভব হবে। তবে শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল টসও করা সম্ভব হয়নি। একই অবস্থা আজ শনিবারও। এখন পর্যন্ত টস করার কথাও ভাবা যায়নি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানায়, আজও বৃষ্টি হচ্ছে। মাঠে এখনও বৃষ্টি আঘাত হানছে। আউট ফিল্ড ভেজা। আজও আনলাকি।
এর আগে প্রথম টেস্টে তিন টাইগারের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজে ফিরতে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ওয়েলিংটনের এই ভেন্যুতে চতুর্থবারের মত টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। যদিও খেলার জন্য তারা এখনও মাঠেই নামতে পারেননি।
দ্বিতীয় টেস্টর পর আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।