বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ভাগ্যে কি আছে তা এখনো বলা যাচ্ছে না। প্রথম দিনের ন্যায় আজও বৈরী আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ। আবহাওয়ার কোন পরিবর্তন না হওয়ায় দ্বিতীয় দিনেও খেলা শুরু করা যায়নি।
গতকাল শুক্রবার (৮ মার্চ) নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে শেষে পর্যন্ত গতকালের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়াররা। আশা করা হচ্ছিল আবহাওয়া ভালো হলে আজ (শনিবার) ম্যাচটি শুরু করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত (স্থায়ী সময় দুপুর ১২টা ৪০ মিনিট) আবহাওয়ার কোন পরিবর্তন হয়নি।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল টসও করা সম্ভব হয়নি। একই অবস্থা আজ শনিবারও। এখন পর্যন্ত টস করার কথাও ভাবা যায়নি। ফলে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের এই দ্বিতীয় টেস্টের ভাগ্যে আসলে কী রয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় জানায়, আজও বৃষ্টি হচ্ছে। মাঠে এখনও বৃষ্টি আঘাত হানছে। আউট ফিল্ড ভেজা। আজও আনলাকি।
এর আগে প্রথম টেস্টে তিন টাইগারের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজে ফিরতে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ওয়েলিংটনের এই ভেন্যুতে চতুর্থবারের মত টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। যদিও খেলার জন্য তারা এখনও মাঠেই নামতে পারেননি।
দ্বিতীয় টেস্টর পর আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
Covers remain firmly on at the @BasinReserve as showers continue to blow across the ground. The field is very wet. Play looking unlikely today #NZvBAN pic.twitter.com/Ub7u1XzTyU
— BLACKCAPS (@BLACKCAPS) March 8, 2019