বৈরী আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা এখনও শুরু হয়নি। ধারণা করা হচ্ছে পরিত্যক্তও হতে পারে।
ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় (স্থানীয় সময় বেলা ১১টা) শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে এখন পর্যন্ত টস করাই সম্ভব হয়নি। এমনকি দু'দেশের ক্রিকেটাররাই মাঠে প্রবেশ করতে পারেননি।
Rain, rain, go away. There's no sign of an imminent toss at Basin Reserve due to heavy rain in Wellington. #NZvBAN live blog https://t.co/wNPrqlEakw pic.twitter.com/oMA88qZTq3
— ICC (@ICC) March 7, 2019
নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, রাত থেকেই বৃষ্টি শুরু হয়, যা ওয়েলিংটনে এখনও চলছে। বৃষ্টির সাথে রয়েছে প্রবল বাতাস।শিগগিরই খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম।
প্রথম টেস্টে তিন টাইগারের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে সিরিজে ফিরতে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় টেস্ট শুরু আগের দিন বৃহস্পতিবার এমনই আভাস দেন।
এদিকে ওয়েলিংটনের এই ভেন্যুতে চতুর্থবারের মত টেস্ট খেলতে নামার আগে প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টর পর আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
Still wet here at the @BasinReserve. Play looking less and less likely for day one. We will post when we have any official news from the umpires #NZvBAN pic.twitter.com/bEJuVpfOba
— BLACKCAPS (@BLACKCAPS) March 8, 2019