ওয়েলিংটনের বেসিন রির্জাভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। আগামী ৮ মার্চ এই ভেন্যুতে চতুর্থবারের মত টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে টাইগাররা ওয়েলিংটনে প্রথম দিনের মতো প্রস্তুতি সেরেছে।
২০০১ সালের সফরে প্রথমবারের মত ওয়েলিংটনের বেসিন রির্জাভে খেলতে নামে বাংলাদেশ। ঐ সফরের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ছিলো সেটি। ম্যাচটি ইনিংস ও ৭৪ রানে হারে টাইগাররা। ব্যাট হাতে নিজেদের ব্যর্থতার সবটুকুই দেখিয়েছিলেন দলের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৩২ ও দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অলআউট হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ও ম্যাচের একমাত্র ইনিংসে ৬ উইকেটে ৩৪১ রান করেছিলো নিউজিল্যান্ড।
এরপর ২০০৮ সালের সফরে দ্বিতীয়বারের মত ওয়েলিংটনের বেসিন রির্জাভে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ঐ টেস্টেও নিজেদের ব্যর্থতা অব্যাহত রাখে বাংলাদেশ। এবার দুই ইনিংসে যথাক্রমে ১৪৩ ও ১১৩ রান করে টাইগাররা। নিজেদের ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। তাই ইনিংস ও ১৩৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ।
ওয়েলিংটনের বেসিন রির্জাভে বাংলাদেশের তৃতীয় টেস্টটি ছিলো ২০১৭ সালে। ঐ ম্যাচে অবশ্য ইনিংস ব্যবধানে হারেনি টাইগাররা। ৭ উইকেটে ম্যাচ হারে তারা। সাকিব আল হাসানের ২১৭ ও তৎকালীন অধিনায়ক মুশফিকুর রহিমের ১৫৯ রানের সুবাদে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৫৩৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
ফলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ৫৬ রানে লিড নেয় বাংলাদেশ। সেই লিডকে সাথে নিয়েও দ্বিতীয় ইনিংস চরম ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবার ১৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ম্যাচ জয়ের জন্য ২১৭ রানের টার্গেট পায় কিউইরা। কিন্তু মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।