নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও মুশফিকুর রহিমের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার পাঁজরে ও কব্জিতে ব্যথা রয়েছে। একই সঙ্গে তার সাইড স্ট্রেইনে ব্যথাও এখনও পুরোপুরি সেরে ওঠেনি।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একই সমস্যার কারণে প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি মুশফিক। আগামী ৮ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।
দ্বিতীয় টেস্ট খেলতে ইতোমধ্যেই বাংলাদেশ দল ওয়েলিংটন পৌঁছেছে। এদিকে দ্বিতীয় টেস্টেও দলে যোগ দেওয়ার কোন সম্ভাবনা নেই বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। ইনজুরির কারণে তার হাত এখনও ব্যান্ডেজে মোড়ানো। আগামী সাতদিন পর তা খোলা হবে। ফলে ধরে নেয়ায় যায়, নিউজিল্যান্ড সফরে সাকিবের আর খেলার সম্ভাবনা নেই।
টাইগারদের হেড কোচ স্টিভ রোডস বলেছেন, ‘আজকে প্রথমবারের মতো অনুশীলন করলো (মুশফিক)। আজকে টেনিস, ক্রিকেট বল দিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছে। আর ক্রিকেট বল দিয়ে যখন অনুশীলন শুরু করে তখন বোঝা যায় তার লিগামেন্ট অঞ্চলে ব্যথা রয়ে গেছে।’
দ্বিতীয় টেস্টেও মুশফিকের খেলার সম্ভাবনা প্রায় নেই। রোডস, ‘দ্বিতীয় টেস্টে আসলে তার (মুশফিক) খেলার সম্ভাবনা খুবই কম। তবে ভালো খবর হচ্ছে তৃতীয় টেস্টে সে ফিরতে পারবে। তাই আশা করি, যেন এই পথে যেন আর কোনও দুঃসংবাদ না আসে।’
মুশফিকের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মুশফিকের সঙ্গে আজকেও (সোমবার) আমার কথা হয়েছে। সে জিমে গেছে, অনুশীলন করছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে ভালো অনুভব করছে।’
এর আগে ঝুঁকি না নিতে মুশফিককে বলেছিলেন বিসিবি সভাপতি। যদিও সাবেক এ অধিনায়ক নিজেই খেলতে ইচ্ছা প্রকাশ করেছেন। পাপন বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিল তৃতীয় টেস্টটা খেলবে। আমি বলেছি তাকে ঝুঁকি না নেওয়ার জন্য। একটুও যদি সমস্যা থাকে তাহলেও খেলবে না। কারণ তার ফিট থাকাটা জরুরি।’
আগামী ৮ মার্চ (শুত্রবার) ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এছাড়া আমাগী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।