র‌্যাঙ্কিংয়ে উইলিয়ামসনের ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৪ মার্চ ২০১৯
র‌্যাঙ্কিংয়ে উইলিয়ামসনের ইতিহাস

অনেকের মতে নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। শ্রেষ্ঠত্বের পক্ষে শক্ত একটি দাবি প্রতিষ্ঠা করলেন তিনি র‌্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেলেন ৯০০ রেটিং পয়েন্ট অর্জনের স্বাদ।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত হ্যামিল্টন টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরির পর র‌্যাঙ্কিংয়ে এই ইতিহাস গড়লেন উইলিয়ামসন। ৮৯৭ থেকে বেড়ে নিউ জিল্যান্ড অধিনায়কের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১৫।

র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা উইলিয়ামসন ব্যবধান অনেকটা কমিয়েছেন শীর্ষে থাকা বিরাট কোহলির সঙ্গে। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে এখন এক নম্বরে কোহলি। বাংলাদেশর বিপক্ষে সিরিজের পরের দুই টেস্টে উইলিয়ামসনের সুযোগ থাকবে কোহলিকে টপকে যাওয়ার।

নিউ জিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ২০টি টেস্ট সেঞ্চুরি উইলিয়ামসনের। হ্যামিল্টনে ডাবল সেঞ্চুরির পথে দেশের ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলক।

নিউ জিল্যান্ডের হয়ে ব্যাটিং-বোলিং মিলিয়েই এর আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০০ ছুঁতে পেরেছিলেন কেবল একজন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট পেয়েছিলেন রিচার্ড হ্যাডলি। ১৯৮৫ সালের ডিসেম্বরে এই চূড়ায় উঠেছিলেন সর্বকালের সেরা বোলারদের একজন বলে বিবেচিত হ্যাডলি।

উইলিয়ামসন ছাড়া অন্য বাটসম্যানদের মধ্যে নিউ জিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট রস টেইলের ৮৭১। তিনি এটি অর্জন করেছিলেন ২০১৩ সালের ডিসেম্বরে। ১৯৭৪ সালের মার্চে গ্লেন টার্নারের রেটিং পয়েন্ট ছিল ৮৪৫।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ডন ব্র্যাডমানের। ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে ৯৭৪ রেটিং পয়েন্ট ছিল সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ব্র্যাডম্যানের।

এরপর তার সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে ছুঁয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। পরে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে এখন ৮৫৭।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের ফিল্ডিং সাজানো নিয়ে অবাক সৌম্য

নিউজিল্যান্ডের ফিল্ডিং সাজানো নিয়ে অবাক সৌম্য

নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়

নাপোলির মাঠে জুভেন্টাসের দুর্দান্ত জয়

নিউজিল্যান্ডের মাটিতে সবসময়ই সফল মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের মাটিতে সবসময়ই সফল মাহমুদউল্লাহ

দ্রুততম সেঞ্চুরিতে তামিমের পাশে নাম বসালেন সৌম্য

দ্রুততম সেঞ্চুরিতে তামিমের পাশে নাম বসালেন সৌম্য