ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সেটা আবার রেকর্ড করে? নিউজিল্যান্ডের হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। মাত্র ৯৪ বলে কাক্সিক্ষত শতকটি করেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি।
এর আগে এই রেকর্ডটি ছিলো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের। ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতক করার নাম লেখান তিনি। এতদিন এটা তাঁরেই ছিলো। রবিবার কিউইদের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করে তামিমের পাশে এবার নিজের নামটি বসালেন সৌম্য। এই ম্যাচে ১৪৯ রান করেছিলেন।
দ্রুততম সেঞ্চুরি করার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মুমিনুল হক। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬ বলে শতক করেছিলেন তিনি। এর আগে ২০১৩-১৪ নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।