চার উইকেট খুইয়ে ৩০৭ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ০২ মার্চ ২০১৯
চার উইকেট খুইয়ে ৩০৭ রানে পিছিয়ে বাংলাদেশ

টেস্ট নাকি ওয়ানডে, নাকি টি-২০ ম্যাচ! বাংলাদেশের খেলার ধরন দেখে ঠিক এমনটাই মনে হচ্ছিল। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাত্র ২৩৪ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একই পথে হাঁটছে। তৃতীয় দিন শেষে টাইগারদের ১৭৪।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে যেখানে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রানের লিড নিয়ে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড, সেখানে সেই একই বাংলাদেশ। ওয়ানডে স্টাইলে খেলে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে এখনো ৩০৭ রানের পিছিয়ে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলা বাংলাদেশ।

প্রথম ইনিংয়ে বাংলাদেশের ২৪ রানের মধ্যে ওপেনার তামিম ইকবালে ছিল ১২৬ রান। সেটিও তিনি করেছেন ১২৮ বল খেলে। দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত (তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ১৭৪) সর্বোচ্চ ৭৪ রান এসেছে সেই তামিমের ব্যাট থেকেই। তার আবার ৮৬ বলে।

শুধু তামিম নন, বাংলাদেশের সকল ব্যাটসম্যানদের শরীরি ভাষা যেন ওয়ানডে বা টি-২০ খেলার। টেস্ট মেজাজ খুব একটা পাওয়া যায়নি। যেখানে স্বাগতিকরা মাত্র ৬ উইকেট হারিয়ে ৭১৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করলো সেখানে বাংলাদেশ কেন এভাবে খেলছে।

প্রথম ইনিংসেও তামিম ছাড়া বাকিদের ব্যাটে তেমন রান আসেনি। দ্বিতীয় ইনিংসেও এখন পর্যন্ত সেই একই চিত্র। তামিমের ৭৪ রান ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়া মাঝে। সাদমান ইসলাম ৭১ বল মোকাবেলা করে রান করেছেন ৩৭, মুমিনুল ৬ বলে ৮ রান, মিঠুন ৪ বলে শূন্য রানের আউট হয়েছেন। এছাড়া সৌম্য ৫১ বলে ৩৯ এবং ৪০ বল খেলে ১৫ রান নিয়ে উইকেটে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

৭৪ রান করে ফিরলেন তামিম

৭৪ রান করে ফিরলেন তামিম

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ