৭৪ রান করে ফিরলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ০২ মার্চ ২০১৯
৭৪ রান করে ফিরলেন তামিম

ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের ব্যাটিংয়ে এক পাশ আগলে রাখা তামিম ইকবাল ৭৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তিনি ৮৬ বলে ৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন।

তামিম আউট হওয়ার পর বাংলাদেশ ৪ উইকেটে ১৩০ রান তুলেন। এখন উইকেটে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন। 

তামিমের সাথে দুর্দান্ত পার্টনারশিপ করেন সাদমান। তবে সাদমানও বেশি ‍দূর এগোতে পারেননি। তিনি ফিরেন ৩৭ রানে।  সাদমানের পরপরই ফেরেন মুমিনুল হক। ফুললেংথের দুই বলে বোল্টকে ফ্লিক করে দুই চার মেরেছিলেন মুমিনুল, এরপরের বলটা বোল্ট করেন শর্ট অফ আ লেংথে। অফস্টাম্পের বাইরে আলগা শট খেলেন তিনি, স্লিপে রস টেলরের হাতে ধরা পড়েন ৮ রান করেই।

ক্রিজে নেমে চার বলের বেশি স্থায়ী হতে পারেননি মোহাম্মদ মিথুন। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বোল্টের দ্বিতীয় শিকার হওয়ার আগে হিসাবের খাতাই খুলতে পারেননি তিনি।

এর আগে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে কিউইরা। কেন ২০০ রান করার পর ইনিংস ঘোষণা করে তারা। ফলে প্রথম ইনিংসে তাদের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ৭১৫।

কেন উইলিয়ামসন টেস্ট তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পথে বাউন্ডারি মেরেছেন ১৯টি। উইলিয়ামসন ছাড়াও সেঞ্চুরি করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল (১৩২) ও টম ল্যাথাম (১৬১)। হাফ সেঞ্চুরি করেছেন গ্র্যান্ডহোমে (৭৬) ও নিকোলস (৫৩)।

বাংলাদেশের পক্ষে সৌম্য ও মিরাজ দুটি করে এবং ইবাদত ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট লাভ করেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

নিউজিল্যান্ডে অদ্ভুত ভঙ্গিতে মেতেছিলেন টাইগাররা (ভিডিও)

নিউজিল্যান্ডে অদ্ভুত ভঙ্গিতে মেতেছিলেন টাইগাররা (ভিডিও)

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম