শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০১ মার্চ ২০১৯
শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

যেভাবে নিউজিল্যান্ড ব্যাটিং করছে তাতে বাংলাদেশে পাঁচ দিন পর্যন্ত খেলা নিতে পারবে কি না, সেটাই এখন চিন্তা বিষয়। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে চান বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

স্টিভ রোডস ‘আমাদের ব্যাটসম্যানদের শর্ট বলে মানিয়ে নেয়া শিখতে হবে। তামিম কিন্তু দেখিয়েছে এটা সম্ভব। আমরা ম্যাচটাকে পাঁচদিনে নেয়ার জন্য চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে গিয়ে অনেক দলই এখন জয়ের রাস্তা খুঁজতে যেয়ে মাথা চুলকায়। আর কেবল আমরাই কিন্তু বিদেশে গিয়ে সংগ্রাম করি না। আমাদের নিজস্ব একটা সূত্র আছে, যেটা আছে দেশের মাটিতে খুব ভালো কাজ করে। অন্যেরা কিন্তু সেই সূত্র না বুঝেও বিপদে পড়ে।’

ইনজুরিতে যখন বাংলাদেশ কাবু এমন দুঃসময়ে বিশ্রামে রাখা হয়েছে দেশ সেরা পেসার মোস্তাফিজকে। কিন্তু কেন? এমন প্রশ্নে কোচ বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তাঁর জন্য কঠিন। টেস্ট ম্যাচে তাঁকে মানসিকভাবে চাঙা রাখতে হয়। পরের ম্যাচে তাঁর ফেরার সব সুযোগই আছে।’ টানা দুই টেস্ট খেলা যেহেতু মোস্তাফিজের জন্য কঠিন, তাহলে হ্যামিল্টনে এই ম্যাচ খেলিয়ে ওয়েলিংটনে পরের টেস্টে বিশ্রাম দিলেই হতো?

তিনি আরো বলেন, ‘ওয়েলিংটনে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। সে কারণে ওখানে তাঁকে খেলাতে চেয়েছি। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তাঁর অনেক দায়িত্ব বলেই এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৫১ রান করে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় দিন শেষ করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রান পেরিয়ে নিউজিল্যান্ডের লিড হয়ে গেছে ২১৭।



শেয়ার করুন :


আরও পড়ুন

২১৭ রানের লিডে দিন শেষ করলো নিউজিল্যান্ড

২১৭ রানের লিডে দিন শেষ করলো নিউজিল্যান্ড

৪০০ পূর্ণ করলো নিউজিল্যান্ড

৪০০ পূর্ণ করলো নিউজিল্যান্ড

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?