হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪০০ রান পূর্ণ করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রান পেরিয়ে নিউজিল্যান্ডের লিড হয়ে গেছে ১৭১।
উইলিয়ামসন ৬৯ ও হেনরি নিকোলাস ৩৩ রানে অপরাজিত আছেন। এর আগে ১৩২ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন জিত রাভাল। অন্যদিকে ১৬১ রান করে সৌম্য সরকারের বলে আউট হন টম ল্যাথাম। এটি ল্যাথামের নবম টেস্ট সেঞ্চুরি। টস টেইলরকে এলবিডব্লিউর এর ফাঁদে ফেলেন সৌম্য।
সেডন পার্কে প্রথম দিন বাংলাদেশ ২৩৪ রানে গুটিয়ে যায়। বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।