ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরির দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ২৩৪ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৮৬ রান করেছে নিউজিল্যান্ড।
তাই ১০ উইকেট হাতে নিয়ে ১৪৮ রানে পিছিয়ে কিউইরা। দুই ওপেনার জিত রাভাল ৫১ ও টম লাথাম ৩৫ রানে অপরাজিত আছেন।
এর আগে, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ২১টি চার ও ১টি ছক্কায় ১২৮ বলে ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাংলাদেশের তামিম।
এছাড়া উইকেটরক্ষক লিটন দাস ২৯, সাদমান ইসলাম ২৪, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২২, মোমিনুল হক ১২, মেহেদি হাসান মিরাজ ১০, মোহাম্মদ মিথুন ৮, আবু জায়েদ ২, সৌম্য সরকার ১ ও খালেদ আহমেদ শুন্য রানে আউট হন। শেষ ব্যাটসম্যান এবাদত হোসেন শুন্য রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৪৭ রানে ৫ উইকেট নেন। টিম সাউদি ৩ উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪ (তামিম ১২৬, সাদমান ২৪, মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ ০, ইবাদত ০*; বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, ডি গ্র্যান্ডহোম ১/৩৯, ওয়েগনার ৫/৪৭, অ্যাস্টল ০/১০)।
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৮ ওভারে ৮৬/০ (রাভাল ৫৩*, ল্যাথাম ৩৫*; আবু জায়েদ ০/১৫, ইবাদত ০/২৬, খালেদ ০/৬, সৌম্য ০/৮, মিরাজ ০/৩১)।