২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

তামিম ইকবালের সেঞ্চুরি সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। তামিমের দাপুটে ব্যাটিংয়ে দিনের শুরুটা ভালো হলেও পরবর্তী ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ইনিংস আর খেলা হয়নি সফরকারীদের।

বৃহস্পতিবার ভোররাতে হ্যামিল্টনে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলেন তামিম। সাদমান ইসলামকে নিয়ে ওপেনিং জুটিতে করেন ৫৭ রান। এ সময় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান সাদমান (২৪)।

এরপর দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল। বড় ইনিংস খেলতে না পারলেও তামিমকে ভালো সমর্থন যোগান তিনি। দলীয় ১২১ রানে মুমিনুল (১২) ফিরে গেলে অবস্থা পাল্টে যায়।

এরপর নিয়মিত বিরতিতে পতন হতে থাকে উইকেট। দলীয় ১৮০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম। আউট হওয়ার আগেই ১২৮ বল থেকে ২১টি চার ও একটি ছক্কার মারে ১২৬ রান করেন তামিম। এটি টেস্টে তার নবম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

অন্য ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস (২৬) ও মাহমুদউল্লাহ (২২) ছাড়া কেউ উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি। নেইল ওয়াগনার ৪৭ রান খরচায় পাঁচটি এবং টিম সাউদি ৭৬ রানে নেন তিনটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৯.২ ওভারে ২৩৪ (তামিম ১২৬, সাদমান ২৪, মুমিনুল ১২, মিঠুন ৮, সৌম্য ১, মাহমুদউল্লাহ ২২, লিটন ২৯, মিরাজ ১০, আবু জায়েদ ২, খালেদ ০, ইবাদত ০*; বোল্ট ১/৬২, সাউদি ৩/৭৬, ডি গ্র্যান্ডহোম ১/৩৯, ওয়েগনার ৫/৪৭, অ্যাস্টল ০/১০)।



শেয়ার করুন :


আরও পড়ুন

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?