নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম খেলায় টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের পেস বোলার ইবাদত হোসানের এ ম্যাচ অভিষেক হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সময় মুশফিকুর রহিমের পাঁজরের পুরোনো চোটটা জেগে উঠে। এরপর এই পাঁজরের সমস্যার সঙ্গে যুক্ত হয় সাইড স্ট্রেইন আর কব্জির চোট। ফলে প্রথম টেস্টে মুশফিকুর রহিম নেই দলে।
ইনজুরিতে থাকা মিঠুন দলে ফিরেছেন। তবে পেসার মোস্তাফিজকে রাখা হয়েছে বিশ্রামে। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন কোচ। ফলে দলে জায়গা পান আরেক পেসার ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ:
জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টস অ্যাসলে, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।