কুকের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭
কুকের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ইংল্যান্ড

সাবেক অধিনায়ক এলস্টও কুকের অপরাজিত সেঞ্চুরিতে চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী ইংল্যান্ড।

কুকের অপরাজিত ১০৪ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। সাবেক অধিনায়কের সঙ্গে বর্তমান অধিনায়ক জো রুটের অপরাজিত ৪৯ রানের সুবাদে এখনও ৮ উইকেট হাতে রেখে ১৩৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টেস্টের প্রথম দিনটি ইংলিশ বোলারদের জন্য হতাশার কাটলেও দ্বিতীয় দিনে স্বল্প রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিতে সক্ষম হয় তারা। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরির সুবাদে আগের দিনের ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম দিনের দুঃস্বপ্ন কাটিয়ে আজ শুরতেই অসি ইনিংসে আঘাত হানেন টম কারান। ৭৬ রান করা অসি অধিনায়ক স্টিভ স্মিথকে ফিরিয়ে দিয়ে প্রথম টেস্ট উইকেটের দেখা পান কারান।

একটা সময় অস্ট্রেলিয়া মাত্র ৪ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে ফেলে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ইংল্যান্ড পেসাররা সেটাহতে দেননি। দুই ভাই মিচেল মার্শ (৯) এবং শন মার্শকে (৬১) ক্রিস ওকস ফিরিয়ে দিলে অস্ট্রেলিযার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১৪।

ইংল্যান্ড পেসারদের দারুন নৈপুন্যে মাত্র ১৩ রানে শেষ চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্শকে ফিরিয়ে দেয়ার পরক্ষনেই ২৪ রা করা টিম পাইনকে ফিরিয়ে দেন জেমস এন্ডারসন। স্টুয়ার্ট ব্রডের ৫১ রানে ৪ উইকেট শিকারের ফলে ৩২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস।

জবাবে ইংলিশদের শুরুটাও খুব ভালো হয়নি। ১৫ রান করা মার্ক স্টোনম্যান অসি স্পিনার নাথান লিঁওর শিকার হলে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। তিন নম্বরে ব্যাট হাতে নামা জেমস ভিন্সও খুব বেশি সময় টিকতে পারেননি। ব্যক্তিগ ১৭ রানে পেসার জস হ্যাজেলউডের শিকার হলে দলীয় ৮০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। দুই ব্যাটসম্যান আউট হলেও এক প্রান্তে অসি বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান কুক।

বেশ কিছু দিন যাবত ফর্মে না থাকায় দারুন সমালোচনার মুখে পড়া পড়া কুক শেষ পর্যন্ত ৩২তম সেঞ্চুরি করে নিজকে তুলে ধরেন। এছাড়া পেসার ব্রডও ফিরে পান নিজের ছন্দ।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৩২৭ (ডেভিড ওয়ার্নার ১০৩, স্মিথ ৭৬; ব্রড ৪-৫১,এন্ডারসন ৩-৬১)। ইংল্যান্ড ১৯২/২(এলিস্টার কুক অপরাজিত ১০৩, জো রুট অপরাজিত ৪৯)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দিবারাত্রির টেস্টে জিম্বাবুয়ের সর্বনাশ

দিবারাত্রির টেস্টে জিম্বাবুয়ের সর্বনাশ

দ.আফ্রিকায় ভারতের প্রথম জয়ের আশা

দ.আফ্রিকায় ভারতের প্রথম জয়ের আশা

সাকিব-মুশফিককে নিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ

সাকিব-মুশফিককে নিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা

কোহলির সম্পর্কে ডি ভিলিয়ার্সে সতর্কতা