নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ জিতলেই আইসিসি টেস্ট র্যাংকিং-এ অষ্টমস্থানে উঠবে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের ব্যবধান যেটাই হোক না কেন, সিরিজ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে অষ্টম স্থান নিশ্চিত হবে টাইগারদের।
অপরদিকে, সিরিজ জিতলেই দ্বিতীয়স্থান ধরে রাখতে পারবে নিউজিল্যান্ড।
বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ৬৯ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে বাংলাদেশ। সিরিজ ড্র করতে পারলে র্যাংকিং-এ কোন উন্নতি হবে না টাইগারদের। তবে ৫ রেটিং বাড়বে তাদের।
আর যদি অন্তত ১-০ ব্যবধানে সিরিজ জিততে পারে, তবে র্যাংকিং-এ অষ্টমস্থানে উঠে আসবে বাংলাদেশ। তখন তাদের রেটিং হবে ৭৮। ৭৭ রেটিং নিয়ে নবমস্থানে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
আবার যদি, নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে তবে ২ রেটিং হারাবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে হারলে রেটিং আগেরটাই থাকবে। ১-০ ব্যবধানে হারলেও, ২ রেটিং বাড়বে টাইগারদের।
বর্তমানে ১০৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্তত ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ১০৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থান ধরে রাখবে কিউইরা। তবে যদি সিরিজ ড্র করে বা হারে তবে পাঁচ নম্বরে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে।