বাংলাদেশকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড

ফাইল ছবি

টেস্টে যেকোন সময় জ্বলে উঠতে পারে বাংলাদেশ তাই সতর্ক দৃষ্টি রাখছে নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার হ্যামিল্টওন তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের টেস্ট র‌্যাংকিংয়ের উন্নতির কারণে আরো আত্মবিশ্বাসী ব্ল্যাকক্যাপসরা।

নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকলস বলেন, ‘‘আমাদের জন্য এটা জানা জরুরী যে আমরা বাংলাদেশের বিপক্ষে যতোটা ভালো খেলবো, আমরা এখন এখন ঠিক ততটুকুই ভালো দল। তাই একদিকে এসব র‍্যাংকিং যখন ভালো অনুভূতি দেয় এবং স্বীকৃতি দেয় ভালো পারফরম্যান্সের। একইভাবে অন্যদিকে আমাদের জন্য এটাও মানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জগুলোর ব্যাপারে।’’

র‍্যাংকিংয়ের দুইয়ে ওঠার ব্যাপারে নিকলস বলেন, ‘‘র‍্যাংকিংয়ে এতো ওপরে ওঠা সত্যিই দুর্দান্ত। এটা একটা দলিল যে আমরা গত ১২ মাসে কতোটা ভালো ক্রিকেট খেলছি।’’

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিম ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের লজ্জা ও ইনজুরি দুইটিই টাইগারদের কাবু করে ফেলেছে। খেলোয়াড়দের ইনজুরি কারণে টেস্টে ভালো করা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া দেশ সেরা পেসার মোস্তাফিজকে তিনটি ম্যাচে নাও খেলানো হতে পারে। ফলে দেখা যাবে বোলার সঙ্কট।

মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন ‘‘আমাদের চেষ্টা করে যেতে হবে মোস্তাফিজ যেন সুস্থ ও ঝরঝরে অবস্থায় থাকে। নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা মোস্তাফিজকে দিয়ে কয়টা টেস্ট খেলাতে চান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেটা মনে করি, মোস্তাফিজের জন্য তিন টেস্ট খেলাটা বেশ কঠিন।’’

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যামিল্টন পৌঁছেছে বাংলাদেশ দল

হ্যামিল্টন পৌঁছেছে বাংলাদেশ দল

মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ

মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে ভাবছেন ওয়ালশ

মোস্তাফিজ-রাহীদের জন্য ওয়ালাশের বার্তা

মোস্তাফিজ-রাহীদের জন্য ওয়ালাশের বার্তা

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত

প্রস্তুতি ম্যাচে চারজনের অর্ধশত