টেস্টের সিরিজে মূল পর্বে আগের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ডের বোর্ডের একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দ্যুতিই ছড়িয়েছেন টাইগাররা। প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৪১১ রান করেছে বাংলাদেশ। আর চারজন টাইগার তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশত রান।
দলের পক্ষে শতকের দেখা কেউ না পেলেও অর্ধশত রান তুলেছেন চারজন ব্যাটসম্যান। সাদমান ইসলাম, লিটন দাস, অধিনায়ক রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান এসেছে ওপেনার সাদমানের ব্যাট থেকে।
শনিবার লিঙ্কনে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ও সাদমান। দু’জনে মিলে যোগ করেন ১১৩ রান।
ওয়ানডের সিরিজে রান না পাওয়া তামিম ৪৫ রানে সাজঘরে ফিরেন। সাদমান আউট হন ৬৭ রানে। অর্ধশতক স্পর্শের পর লিটন আউট হয় ব্যক্তিগত ৬৭ রানে।
এরপর জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে দ্রুত রান তুলতে থাকেন রিয়াদ। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মিরাজও।
৭ চার ও ১ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ। অধিনায়কের পর তার দেখানো পথে হাটেন মিরাজও। ৬ চার ও ২ ছক্কায় তিনিও স্পর্শ করেন অর্ধশতকের মাইলফলক।
মাঠ ছাড়ার আগে ৬০ বলে রিয়াদ ৫৯ এবং ৬৭ বলে মিরাজ ৫১ রান করেন। সব কিছু মিলিয়ে টেস্টের জন্য প্রস্তুতির প্রথম দিনে ভালোই করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ একাদশ : ৬ উইকেটে ৪১১ রান (প্রথম ইনিংস), (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২*, সৌম্য ৪১*, রিয়াদ ৫৯*, মিরাজ ৫১*, তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩; কোবার্ন ৯২/২)।