নিউজিল্যান্ডের বিপক্ষে এক মাত্র টেস্ট প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছে টাইগাররা। লিটন-সাদমানের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪০০ রান অতিক্রম করেছে বাংলাদেশ।
এদিন লিংকনের বার্ট সুটক্লিফে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলামের ব্যাটে ১১৩ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ।
কিন্তু ৪৫ রান করে বিপি কোবার্নের বলে বি পপলির হাতে ক্যাচ দিয়ে তামিম ফিরলে এই জুটি ভাঙ্গে। এরপর বেশিক্ষন টিকতে পারেননি সাদমানও। ৬৭ রান করে বিভি সিরসের বলে আউট হয়েছেন তিনি।
১২০ রানের মাথায় সাদমান ফিরলে লিটন কুমার দাসের সাথে ব্যাটিংয়ের হাল ধরেন মমিনুল হক। কিন্তু প্রস্তুতিটি ভালো হয়নি তার। কেননা দলীয় ১৫১ রানের সময় ইজে নাটালের বলে এনএফকেলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। মাত্র ২০ রান করতে সক্ষম হয়েছেন মমিনুল।
পরবর্তীতে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ এবং মেহেদি হাসান মিরাজ কিছুক্ষণ ব্যাটিং করে স্বেচ্ছাঅবসরে যান। সৌম্য ৪১, রিয়াদ ৫৯ ও মিরাজ ৫১ রান করে ব্যাটিংয়ের প্রস্তুতি সেরেছেন।
মিরাজের অবসরের পর ব্যাটিংয়ে নেমেছিলেন তাইজুল ইসলাম। কিন্তু ৩৮১ রানের মাথায় বিএনজে লকরোজের বলে নাটালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। ফলে ১৪ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাইজুলকে। এরপর ক্রিজে লিটনের সাথে যোগ দিয়েছেন নাঈম হাসান। পরে লিটন ৬২ করে স্বেচ্ছাঅবসরে যান।
এরপর নাঈম (১২) এবং আবু জায়েদ (২৩) করে আউট হন। তবে ৯৬ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৪১১ রান।
বাংলাদেশ:
তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, এসকে আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
জেজেএনপি ভুলা, আন্দ্রে ফ্লেচার, বি পপলি (অধিনায়ক), কে জে ম্যাকক্লুর, এন এফ কেলি, ডিএন ফিলিপস, অ্যাডাম মিলনে, এম ডব্লিউ চু (উইকেটরক্ষক), বিভি সিরস, বি এন জে লকরোজ, বিপি কোবার্ন, ই জে নাটাল।