টেস্ট সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি শনিবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯
টেস্ট সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি শনিবার

ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড একাদশ।

ইতোমধ্যে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ক্রাইস্টচার্চেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হার টাইগারদের। ডানেডিনে সিরিজের তৃতীয় ম্যাচে ৮৮ রানে হার মানে বাংলাদেশ। ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে জিতে নেয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সাতটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি বাদে সবগুলোই হেরেছে তারা। একটি সিরিজ ড্র হয়। ২০১৩ সালে দেশের মাটিতে দুই ম্যাচের সিরিজে কিউইদের সাথে ড্র করেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডে চারটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০১ সালে প্রথমবার। এরপর ২০০৮, ২০১০ ও ২০১৭ সালে। এখন পর্যন্ত ১৩টি টেস্টে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১০টিতে জয় পায় কিউইরা। ৩টি ম্যাচ হয় ড্র।

এদিকে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে না। তার পরিবর্তে টেস্ট দলে সৌম্য সরকারকে রাখা হয়েছে। আশা করা হচ্ছে, প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন সাকিব।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

সাইফুদ্দিনের দুঃখ প্রকাশ

সাইফুদ্দিনের দুঃখ প্রকাশ

নিউজিল্যান্ড সফরে তামিমের ৫-৫-০

নিউজিল্যান্ড সফরে তামিমের ৫-৫-০