লড়াই করছে বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
লড়াই করছে বাংলাদেশের যুবারা

সফরকারী ইংল্যান্ডের (১৯) বিপক্ষে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৪৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে ইংল্যান্ড। জবাবে দিন শেষে ৬ উইকেটে ১৯৪ রান করেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৯৫ রান করেছিল ইংল্যান্ড। বাকি ৪ উইকেটে মাত্র ৪২ রান যোগ করতে পারে ইংলিশরা। দু’জন ব্যাটসম্যান নার্ভাস-নাইন্টিতে আউট হন। জির্ওজি হিল ৯১ ও জেমি স্মিথ ৯০ রান করে আউট হন।

হিল ১১টি চারে ১৬০ বলে নিজের ইনিংসটি সাজান। স্মিথের ১২৬ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা ছিল। এছাড়া বেন চার্লসওর্থ ৬৩ রান করেন। বাংলাদেশের মিনহাজুর রহমান ও মুজাক্কির হোসেন ৩টি উইকেট নেন।

ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৯৪ রান করতে পারে যুবারা। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৬২ ও শাহাদাত হোসেন ৫৬ রান করে আউট হন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দশম উইকেটে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক টেস্ট জয় উপহার দিল পেরেরা

দশম উইকেটে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক টেস্ট জয় উপহার দিল পেরেরা

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি

সিরিজ জিতে নিউজিল্যান্ডের উন্নতি, টাইগারদের অবনতি

ডিপিএলে কার কত মূল্য?

ডিপিএলে কার কত মূল্য?

ব্যাটসম্যানদের সাথে কন্ডিশনকেও দুষলেন মাশরাফি

ব্যাটসম্যানদের সাথে কন্ডিশনকেও দুষলেন মাশরাফি