ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে জো রুটের সাথে বেফাঁস মন্তব্য করার অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ বোলার শ্যানন গ্যাব্রিয়েল।
বুধবার নিষিদ্ধসহ ৭৫ ভাগ ম্যাচ ফি জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট তার নামে যোগ করে দেয় আইসিসি। এর আগে অবশ্য তাকে সকর্ত করেছিল আইসিসি।
সেন্ট লুসিয়ার টেস্টের তৃতীয় দিন মাঠের ভেতরেই উতপ্ত বাক্য বিনিময় হয় রুট ও গাব্রিয়েলের। যদিও আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি আর বেশি দূর এগোয়নি।
BREAKING: Windies bowler Shannon Gabriel has been suspended for the first four #WIvENG ODIs after being found guilty of breaching the ICC Code of Conduct.https://t.co/nfh31jlPbL
— ICC (@ICC) February 13, 2019
স্টাম্পের মাইকে শোনা গেছে ইংল্যান্ড অধিনায়কের উদ্দেশ্য ‘সমকামী’ মন্তব্য করেন গাব্রিয়ের। তবে কেন এই কথা বলেছেন তা জানা যায়নি।
আচরণবিধির ২.১৩ আর্টিকেল ভঙ্গের অভিযোগ আইসিসি শ্যানন গ্যাব্রিয়েলকে চার ম্যাচ নিষিদ্ধ, ৭৫ ভাগ ম্যাচ ফি এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়।
জরিমানা কিংবা নিষিদ্ধ হওয়া বিষয়টি শ্যানন গ্যাব্রিয়েরের কাছে নতুন নয়। ২০১৭ সালে জ্যামাইকাতে পাকিস্তানের বিপক্ষে তিনটি ডিমেরিট পয়েন্ট পান। এর পরের বছর অর্থ্যাৎ ২০১৮ সালে চট্রগ্রামে বাংলাদেসের বিপক্ষে দুটি ডিমেরিট পয়েন্ট পান।