উড-মইনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯
উড-মইনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একের পর এক হারের পর ব্যাপক সমালোচনা ‍মুখে পড়তে হয় ইংল্যান্ডের খেলোয়াড়দের। তবে মান বাঁচানো টেস্টে অবশেষে ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

সেন্ট লুসিয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পেসার মার্ক উড ও স্পিনার মইন আলি দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ইংলিশ বোলের কাছে পরাস্থ হয়ে মাত্র ১৫৪ রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। প্রথম ইনিংসের মতো এবারো সাবধানী শুরু এনে দিয়েছেন দুই ওপেনার। ররি বার্নস ১০ ও কিটন জেনিংস ৮ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ১২৩ রানের লিড পাওয়া ইংল্যান্ড এগিয়ে গেছে ১৪২ রানে।

রোববার ৪ উইকেটে ২৩১ রান নিয়ে খেলা শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে যেতে পারেনি বেশিদূর। কেমার রোচের বোলিং তোপে সফরকারীরা গুটিয়ে যায় ২৭৭ রানে।

wood

জায়গায় দাঁড়িয়ে গতিময় পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান জস বাটলার। আগের দিন ফিফটি পাওয়া আরেক ব্যাটসম্যান বেন স্টোকসকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রোচ। সফরকারীদের কোনো ব্যাটসম্যান পারেননি প্রতিরোধ গড়তে। ইংল্যান্ড শেষ ৬ উইকেট হারায় ৪৫ রানে। আগের দিনের উইকেটশূন্য রোচ ৪৮ রানে নেন ৪ উইকেট।

সিরিজে চতুর্থবারের মতো পঞ্চাশ ছোঁয়া জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দিয়েছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। পরপর দুই বলে দুই ওপেনারকে ফিরিয়ে দেন মইন।

অফ স্পিনারকে উড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন ব্র্যাথওয়েট। ৬৩ বলে ৪১ রান করা ক্যাম্পবেল ফিরেন এলবিডব্লিউ হয়ে। ৪.২ ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন উড। শেই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস ও শিমরন হেটমায়ারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

৭৯ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দেড়শ ছাড়ায় শেন ডাওরিচ ও রোচের ব্যাটে। ৬ চারে ৩৮ রান করা ডাওরিচকে এলবিডব্লিউ করে থামান স্টুয়ার্ট ব্রড। গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দেন উড। ৪১ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সফলতম বোলার। মইন ৪ উইকেট নেন ৩৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৩১/৪) ১০১.৫ ওভারে ২৭৭ (বাটলার ৬৭, স্টোকস ৭৯, বেয়ারস্টো ২, মইন ১৩, উড ৬, ব্রড ০, অ্যান্ডারসন ০; রোচ ৪/৪৮, গ্যাব্রিয়েল ২/৪৯, জোসেফ ২/৬১, পল ২/৫৮, চেইস ০/৪০, ব্র্যাথওয়েট ০/৫)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৫৪ (ব্র্যাথওয়েট ১২, ক্যাম্পবেল ৪১, হোপ ১, ব্রাভো ৬, চেইস ০, হেটমায়ার ৮, ডাওরিচ ৩৮, পল ৯, রোচ ১৬*, জোসেফ ২, গ্যাব্রিয়েল ৪; অ্যান্ডারসন ০/৩১, ব্রড ১/৪২, মইন ৪/৩৬, উড ৫/৪১)

ইংল্যান্ড ২য় ইনিংস: ১০ ওভারে ১৯/০ (বার্নস ১০*, জেনিংস ৮*; রোচ ০/৪, গ্যাব্রিয়েল ০/৯, পল ০/৬)

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে কিমো পল

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে কিমো পল

র‌্যাংকিংয়ে উন্নতি কামিন্স-স্টার্ক-হোল্ডারের

র‌্যাংকিংয়ে উন্নতি কামিন্স-স্টার্ক-হোল্ডারের

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ