খুশি হোল্ডার, ক্ষুব্ধ বেইলিস-রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
খুশি হোল্ডার, ক্ষুব্ধ বেইলিস-রুট

অ্যান্টিগায় সোমবার দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকী রেখেই তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যার মাধ্যমে দশ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় তারা।

দলের এমন পারফরমেন্সে বেশ খুশী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে দলের ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করালেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস ও অধিনায়ক জো রুট। ম্যাচ হারের জন্য দলের ব্যাটসম্যানদেরকেই দায়ী করলেন ইংল্যান্ড-অধিনায়ক।

ব্রিজটাউনে সিরিজের প্রথম টেস্টেও ব্যর্থতা প্রদর্শন করে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দুই ইনিংসে ৭৭ ও ২৪৬ রান করে ইংলিশরা। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের পারফরমেন্স ছিলো আরও খারাপ। দুই ইনিংসে ১৮৭ ও ১৩২ রান করে ইংল্যান্ড। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টে অসহায়ভাবে হারতে হয় ইংলিশদের। দু’টেস্ট হেরে সিরিজও হাতছাড়াও করলো ইংল্যান্ড। দলের এমন পারফরমেন্স ক্ষুব্ধ হলেন ইংল্যান্ডের কোচ বেইলিস।

তিনি বলেন, ‘ব্যাটসম্যানদের পারফরমেন্স এর চাইতে আর কি-বা খারাপ হতে পারে। পরপর দু’টি টেস্টে একই ধরণের পারফরমেন্স। আমি সত্যিই হতাশ। প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচে দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনাটা কঠিনই ছিলো। আশা করছি, দ্রুত সমস্যা কেটে যাবে। তবে এভাবে চলতে থাকলে আমাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আমাদের অন্য পরিকল্পনায় হাঁটতে হবে। তার আগেই ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন হবে বলে আশা করছি আমি।’

ব্যাটসম্যানদের এক হাত নিলেন ইংল্যান্ড অধিনায়ক রুটও। তিনি বলেন, ‘ক্রিকেট ম্যাচের দুই ইনিংসে ২শর নীচে রান করে ম্যাচ জয় করা যায় না। আমরা এভাবে ম্যাচ জয়ের চিন্তাও করতে পারিনি। দলের ব্যাটসম্যানদের এমন পারফরমেন্স খুবই বেদনাদায়ক। আমিও দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। আশা করছি, পরবর্তী ম্যাচে আমরা শক্তভাবে ফিরে আসবো। দলের খেলোয়াড়দের উপর আমার সে আস্থা আছে। পরের টেস্টে নিজেদের সেরা পারফরমেন্সই করবে ব্যাটসম্যানরা। যাতে ভালোভাবে সিরিজটি শেষ করতে পারি।’

প্রথম টেস্টে ৩৮১ রানের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচও দাপট দেখিয়ে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পর পর দু’টেস্টে দলের ব্যাটসম্যান ও বোলাররা পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রাখায় বেশ খুশী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার। তিনি বলেন, ‘পর পর দু’টেস্টে আমরা সেরা পারফরমেন্সই করেছি। দুই টেস্টে দলগত পারফরমেন্স লক্ষ্য করা গেছে। এটি খুবই ভালো দিক। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর আমরা নিজেদের মধ্যে অনেক আলাপ-আলোচনা করেছি। লক্ষ্য নির্ধারন করেছি, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবো। আমাদের আশা পূরণ হয়েছে। তবে তা এত সহজে হবে ভাবিনি। দলের সকলকে অভিনন্দন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে তিন দিনে গুঁড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার জয়, অপেক্ষা বাড়লো ঢাকার

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক