বাম হাতে টস করে সফল হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯
বাম হাতে টস করে সফল হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ছবি : ক্রিকইনফো

টানা তিন ম্যাচে টস হেরে ভাগ্য বদলে ভিন্ন পন্থা অবলম্বন করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ভিন্ন পন্থায় তিনি সফলও হয়েছে। আর সেটি হলো ডান হাতে কয়েন না ছুড়ে তিনি কয়েন ছুড়ে মারেন বা হাতে। আর তাতেই তিনি সফলতার মুখ দেখলেন।

গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে কয়েন ছুঁড়ে মারলেন অসি অধিনায়ক টিম পেইন, হেড ডেকে জয়ী হয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের শেষ ম্যাচে সিডনি টেস্টে আবারও কয়েন ছুঁড়লেন পেইন, এবারও হেড ডেকে জিতেন ভারতীয় অধিনায়ক।

সেই সিরিজ শেষে নিজ মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিসবেন টেস্টে হুবহু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। টানা তিন টেস্টে একই পরিণতিতে হতাশ হয়ে পড়েন পেইন। ফলে ক্যানবেরা টেস্ট শুরুর আগেই জানিয়েছিলেন ভিন্ন কিছু করবেন তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ তিনি বলেন, ‘আমি আসলে বুঝতে পারছি না টসে কী ঘটছে। তবে আমি শুক্রবার নিশ্চিতভাবেই নতুন কিছু করব। আমি হয়তো বাঁহাতে টস করব, কিছু একটা তো করতেই হবে। আমি বারবার একই জিনিস করে একই ফল পেতে পারি না, পরিবর্তন লাগবেই।’

সেই আভাস অনুযায়ী ক্যানবেরায় সিরিজের দ্বিতীয় টেস্টে বাম হাতে টস করেছেন অসি অধিনায়ক পেইন এবং সাফল্যও পেয়েছেন। লঙ্কান অধিনায়ক এবারও হেড ডাকলেও তা আর ওঠেনি। বাঁ হাতে টস করে বাজিমাত করেছেন পেইন। নিজের ৯ টেস্টের অধিনায়কত্ব ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো চস জিতলেন।

টসে জিতে পেইন বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না! আমি সত্যিই বাম হাতে টস করলাম, জিতেও গেলাম। গত রাতে আমি সতীর্থদের সঙ্গে এটা অনুশীলন করছিলাম। সফল হয়ে ভালোই লাগছে।’

এদিকে টসে জিতে আগে ব্যাটিং করারই সিদ্ধান্ত নিয়েছেন অসি অধিনায়ক।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা

অস্ট্রেলিয়ার দলে দুইজনকে সহ-অধিনায়ক ঘোষণা

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন প্যাটারসন