এনামুল হক বিজয় ও মেহেদি হাসানের জোড়া সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম স্তরে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে বড় লিডের পথ তৈরি করে ফেলেছে খুলনা বিভাগ।
প্রথম দিন ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়ে এনামুল-মেহেদির ব্যাটিং নৈপুন্যে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩৭০ রান তুলেছে খুলনা। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ২৫৭ রানে এগিয়ে খুলনা। এনামুল ১৬৭ ও মেহেদি ১৬৮ রানে অপরাজিত আছেন।
সাভারের বিকেএসপিতে প্রথম দিন শেষে বিনা উইকেটে ২৩ রান তুলেছিল খুলনা। দ্বিতীয় দিন নামের পাশে ৩০ রান রেখে ফিরেন ওপেনার সৌম্য সরকার। এরপর জুটি বাধেন এনামুল ও মেহেদি। দিন শেষে ২৮১ রানে অবিচ্ছিন্ন থাকেন তারা।
এনামুল ১৮টি চার ও ৪টি ছক্কায় ২০৬ বলে ১৬৭ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ২৩ বছর বয়সী মেহেদি। ২০টি চার ও ২টি ছক্কায় ১৫১ বলে ১৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।