জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম স্তরে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন সেঞ্চুরি মিস করে ৯৯ রানে আউট হয়েছিলেন বরিশাল বিভাগের সোহাগ গাজী। কিন্তু গাজীর পথে না হেটে ম্যাচের দ্বিতীয় দিন রংপুরের হয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নিলেন নাসির হোসেন।
নাসিরের অপরাজিত ১০১ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছে রংপুর। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ৭১ রানে পিছিয়ে বরিশাল। প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয় বরিশাল।
রাজশাহীতে গাজীর ৯৯, নুরুজ্জামানের ৫৮ ও মোহাম্মদ আল-আমিনের ৫০ রানের সুবাদে ৬ উইকেটে ২৮০ রান তুলেছিল বরিশাল। দ্বিতীয় দিন বাকী ৪ উইকেট থেকে ৫৫ রান যোগ করতে পারে তারা।
বরিশালকে গুটিয়ে দিয়ে নিজেদের ইনিংসে খেলতে নেমে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর ১৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন নাসির। নিজেদের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।