পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ও ৪১ রানে ব্যবধানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ম্যাচ জিতে দু’ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে এবারের অ্যাশেজ সিরিজ জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। কারণ সিরিজের প্রথম দু’টেস্টও জিতেছিল অসিরা। সিরিজ জয়ে ইংল্যান্ডকে টপকে গেল অস্ট্রেলিয়া।
এবারের অ্যাশেজ বাদে এর আগে ৬৯তম বার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে দু’দল ৩২বার করে অ্যাশেজ জয় করে। এরমধ্যে ৫টি সিরিজ হয় ড্র। তাই এবার নিয়ে ৭০তম বারের মত অ্যাশেজে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
এবারের জয়ে ৩৩তম বারের মতো অ্যাশেজ জিতলো অস্ট্রেলিয়া। এক্ষেত্রে ইংল্যান্ডকে পেছনে ফেললো অসিরা। কারণ ৩২বার অ্যাশেজ সিরিজ জিতেছে ইংলিশরা।
অ্যাশেজ সিরিজের ইতিহাসে সর্বমোট ৩২৮টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর মধ্যে অসিরা ১৩৩টি ও ইংল্যান্ড ১০৬টি টেস্ট জিতে। ৮৯টি টেস্ট হয় ড্র।