ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ টুর্নামেন্ট। আজ (মঙ্গলবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় ইয়ুথ ক্রিকেট লিগের উদ্বোধন হয়।
চার দলের এ টুর্নামেন্টে প্রথমবারের মতো চারদিনের ম্যাচের পাশাপাশি ইয়ুথ ক্রিকেটে হবে ওয়ানডে ম্যাচ। গত টুর্নামেন্টে টি-টোয়েন্টি ফরমেটে ম্যাচ অনুষ্ঠিত হয়। সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে চারদিনের ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। ওয়ানডেও হবে একই ফরম্যাটে। তবে এখানে পয়েন্ট তালিকার প্রথম দুই দল খেলবে ফাইনাল ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে সাউথ জোন মুখোমুখি হয়েছে ইস্ট জোনের। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও নর্থ জোন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা হবে যথাক্রমে ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি। দুই মাঠে তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি। রাজশাহীতে ফাইনাল ম্যাচ হবে ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভলাপমেন্টের ম্যানেজার শফিক আল জাবির। অন্যান্যের মাঝে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলমাসুর রহমান, ওয়ালটন প্লাজার ম্যানেজার মোহাম্মদ বানিজ মিয়া, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।