ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে এক অদ্ভূত কাণ্ড ঘটে গেল। বৃষ্টি কিংবা আলোকস্বল্পতার জন্য ক্রিকেট খেলা বন্ধ থাকা শত শত ঘটেছে। কিন্তু এবার সূর্য্যের এক অদ্ভূত আচারণের জন্য ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ বেশ খানিকক্ষণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল আম্পায়ররা।
ঘটনাটি ঘটেছে ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে নেপিয়ারের ম্যাকলারেন পার্ক মাঠে। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৭ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। বিনা উইকেটে ৪১ রান নিয়ে বিরতিতে গিয়েছিল তারা।
এরপরই ঘটে সেই ঘটনা। নেপিয়ারের ম্যাকলারেন পার্ক মাঠে এমন অবস্থানে সূর্য দাঁড়িয়েছিল যে, সেটার আলো সরাসরি পড়ছিল ব্যাটসম্যানের চোখে। ফলে বাধ্য হয়েই খেলা বন্ধ করে দিতে হয়। এমন অদ্ভূত ঘটনা ক্রিকেট ইতিহাসে কমই ঘটতে দেখা গেছে।
অদ্ভূতময় এ ম্যাচে ডাক লুইস ম্যাথডে ভারত ৮ উইকেটে জয় তুলে নিয়েছে। সূর্যে্যর এমন কাণ্ডের কারণে ৫০ ওভারের খেলা ৪৯ ওভারে আনা হয়।
শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারে নি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ১৫৭ রান করে আল আউট হয়ে যায় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।