টানা চার বছর টেস্ট ক্রিকেটে ১ হাজার রান করার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান লারা, ইংল্যান্ডের দুই সাবেক খেলোয়াড় মার্কাস ট্রেসকোথিক ও কেভিন পিটারসেনকে পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
২০১৪ থেকে চলতি বছর পর্যন্ত টেস্ট ফরম্যাটে টানা ১ হাজার রান করলেন অসি দলপতি। লারা ২০০৩-০৫, ট্রেসকোথিক ২০০৩-০৫ ও পিটারসেন ২০০৬-০৮ পর্যন্ত এই তিন বছর টানা টেস্ট ক্রিকেটে ১ হাজার রান করে করেছিলেন। তাই টানা চতুর্থ বছর টেস্ট ফরম্যাটে ১ হাজার রান করে লারা, ট্রেসকোথিক ও পিটারসেনকে পেছনে ফেললেন স্মিথ।
এ তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। ২০০১ থেকে ২০০৫ সাল টানা পাঁচ বছর ১ হাজার রান করে করেন তিনি। তাই হেইডেনকে স্পর্শ করতে হলে আগামী বছরও ১ হাজার রান করতে হবে স্মিথকে।
এছাড়া ইংল্যান্ডে বিপক্ষে অ্যাশেজ সিরিজে পার্থ টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। তার অপরাজিত ২২৯ ও মার্শের অপরাজিত ১৮১ রানের সুবাদে ৪ উইকেটে ৫৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অসিরা।