বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় একটি দিন। ২০০৫ সালের ১০ জানুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয়ে স্বাদ পায়। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২২৬ রানে জিম্বাবুয়েকে পরাজিত করেন টাইগাররা।
বাংলাদেশ ২০০০ সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পায়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ওই বছরের নভেম্বরে ভারতের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলে টাইগাররা। কিন্তু টেস্টে প্রথম জয় পেতে প্রায় চার বছর অপেক্ষা করতে হয় বাংলাদেশের।
জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচের দুই ইনিংসেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সুমন। প্রথম ইনিংসে ৯৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫৫ রান। তবে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ধস নামিয়ে নিজের অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন এনামুল হক জুনিয়র।
ঐ টেস্ট দলে যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র মাশরাফি এখনো নিয়মিত জাতীয় দলে খেলছেন। যদিও টেস্ট ক্রিকেট থেকে এরই মধ্যে অবসরে গেছেন মাশরাফি। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেয়ার পাশাপাশি প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৮৮ রানের বড় সংগ্রহের ৪৮টি রানও এসেছিল এই তরুণ পেসারের ব্যাট থেকে।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ধস নামিয়েছিলেন স্পিনার মোহাম্মদ রফিক। আর ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান এসেছিল রাজিন সালেহর ব্যাট থেকে।
ইতিহাসের এই দিনটি মনে করিয়ে দেওয়ার জন্য আইসিসি তাদের টুইটারে একটি টুইটও করেছে। সেখানে বলা হয়েছে, হাবিবুর বাশার, মোহাম্মদ রফিক ও এনামুল হক জুনিয়রের চমৎকার পারফ্যামেন্সের কারণে ২০০৫ সালের আজকের এই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম টেস্ট ম্যাচ জিতে।