কপিল দেব পারেননি, পারেননি রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিও পারেননি। ২০০৩-০৪ মৌসুমে সিরিজ জয়ের সবচেয়ে কাছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, কিন্তু ব্যর্থ হয়েছেন তিনিও। কিন্তু ৭১ বছরের অপ্রাপ্তির পর ভারতকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ দিলেন সৌভাগ্য আর সাফল্যের বরপুত্র বিরাট কোহলি।
এটি যে কোহলির সেরা সিরিজ জয় হবে, তা ধরে নেওয়া যেতেই পারে। কোহির কন্ঠেও তেমনি কথা শুনা গেল। জয়ের পর তিনি বলেন, ‘‘প্রথমে আমি এটা বলতে চাই, এত গর্বিত এর আগে কখনও হইনি। গত ১২ মাস ধরে আমাদের দলের মধ্যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখান থেকেই রূপান্তরের শুরু যখন আমি অধিনায়ক হিসেবে নামি।''
অনূভূতি জানাতে গিয়ে কোহলি বলেন, ‘‘একটাই শব্দ বলতে চাই। আমি গর্বিত। এই দলের অধিনায়কত্ব করা আমার কাছে গর্বের এবং প্রাপ্তির। খেলোয়াড়রা চমৎকার খেলে অধিনায়ককে সফল করেছে। অবশ্যই এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই।''
তিনি আরো বলেন ‘‘এই জয় দল হিসেবে আমাদের একটা উচ্চতায় নিয়ে যাবে। অবশ্যই এটা আমাদের জন্য একটা শুরু। আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থা। আমার ও আমার দলের খেলোয়াড়দের মানসিকতা সব সময়ই পজিটিভ ছিল আর এটাই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।''
বৃষ্টির কারণে সিডনি টেস্টের পঞ্চম দিন সোমবার একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত।