হেসে খেলে জিতলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯
হেসে খেলে জিতলো দক্ষিণ আফ্রিকা

ছবি: ক্রিকইনফো

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য মাত্র ৪১ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ রোববার চতুর্থ দিনে তাড়া করতে নেমে জয় তুলে নিতে প্রোটিয়াদের লাগল মাত্র ৫৯ বল। সহজ জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।

চোটের জন্য ব্যাটিংয়ে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত ওপেনার এইডেন মারক্রাম। তার জায়গায় ডিন এলগারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে দ্রুত ফিরেন টিউনিস ডি ব্রুইন। মোহাম্মদ আব্বাসের শর্ট বলে পুল করতে গিয়ে সরফরাজ আহমেদের গ্লাভস ধরা পড়েন তিনি।

মোহাম্মদ আমিরের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টপ অর্ডার ব্যাটসম্যান হাশিম আমলা। অধিনায়ক দু প্লেসিকে নিয়ে বাকিটা সহজেই সারেন এলগার। এই ওপেনার ৩৯ বলে চারটি চারে অপরাজিত থাকেন ২৪ রানে।

তিন ম্যাচের এই সিরিজে প্রোটিয়ারা ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় জোহানেসবার্গে শেষ টেস্ট পাকিস্তানের জন্য ‘ডেড রাবার’। সেঞ্চুরিয়ন টেস্টে হারের পর কেপটাউনে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল পাকিস্তানের। প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় সরফরাজ আহমেদের দল। এরপর নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৩১ রানই ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

প্রথম ইনিংসের দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাফ দু প্লেসি।

আগামী শুক্রবার জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৭

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩১

পাকিস্তান ২য় ইনিংস: ২৯৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, দু প্লেসি ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফাফ দু প্লেসি



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পথে ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পথে ভারত

কোচ নয়, খেলোয়াড় হিসেবে থাকছেন সাবিনা

কোচ নয়, খেলোয়াড় হিসেবে থাকছেন সাবিনা

রেকর্ড করে টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড

রেকর্ড করে টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার

টেস্ট রেকর্ডে বাংলাদেশ ছিল চমৎকার